Facebook Ad

Facebook Ad
E-commerce shop ad

মোবাইল ফোন ও পিসি সম্পর্কে যা জানা জরুরি


মোবাইল ফোন আর পিসিকে আমরা অনেক সময় এক করে ফেলি। যে কারণে নানা সমস্যার সৃষ্টি হয়। মোবাইল ফোন ও পিসি সম্পর্কে আমাদের অনেক কিছুই অজানা। আজ অজানা বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।
কম্পিউটার ও মোবাইল সম্পর্কে আমাদের মধ্যে নানা রকম ধ্যান-ধারণা রয়েছে। সেগুলোর কোনটি সঠিক ও কোনটি বেঠিক তা জানা দরকার। অনেক ভুল ধারণার কারণে অনেক সময় সমস্যায় পড়তে হয়। যেমন অনেকে ধারণা করেন যে, চার্জ পূর্ণ হয়ে গেলে চার্জারের সঙ্গে স্মার্টফোন থাকলে ব্যাটারির ক্ষতি হবে। সারারাত ধরে মোবাইল চার্জ দেওয়া কি ঠিক? আইপ্যাডের অ্যাডাপ্টর দিয়ে আইফোনে চার্জ দিলে কি কোনো ক্ষতি হতে পারে? স্মার্টফোন এবং ল্যাপটপ ব্যবহারে যতো অভিজ্ঞতাই থাকুক না কেনো প্রযুক্তি কীভাবে কাজ করে তা নিয়ে আমাদের মনে নানা ধরনের প্রশ্ন জাগে। প্রযুক্তির সঠিক ব্যবহার হচ্ছে কি না, বা তা নিয়ে বিভিন্ন প্রশ্নের সমাধান অথবা ধারণা পাওয়া গেলেও এর সবগুলোই সঠিক হয় না। কনজুমার প্রযুক্তি নিয়ে প্রচলিত কয়েকটি ধারণা প্রচলিত রয়েছে, যা প্রায়ই আমাদের ভুল ধারণা হিসেবে প্রমাণিত করে থাকে। সম্প্রতি ব্যবসা এবং প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার সমাজের কিছু প্রচলিত ভুল ধারণা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই বিষয়গুলো আমাদের জন্য একান্ত প্রয়োজানীয়। তাহলে আসুন বিষয়গুলো জেনে নেই।

চার্জ দেওয়া অবস্থায় রাখলে ব্যাটারি কি নষ্ট হয়?
ব্যাটারির চার্জ পূর্ণ হওয়ার পর অনেকেই চার্জার সরিয়ে নিতে ভুলে যান। অনেক ক্ষেত্রে দেখা যায় যে, সারারাত ফোনটি চার্জারের সঙ্গেই সংযুক্ত হয়ে থাকে। অনেকেই মনে করেন, এতে ফোনের ব্যাটারি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এতে ব্যাটারির ক্ষতি হওয়ার কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। তাছাড়া বর্তমানে আধুনিক স্মার্টফোনগুলোতে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয় এটি যথেষ্ট স্মার্ট। যে কারণে চার্জ পূর্ণ হয়ে গেলে ব্যাটারিতে চার্জ হওয়া অটোমেটিকলি বন্ধ হয়ে যায়।

ব্যাটারির চার্জ কখন দিতে হবে?
বর্তমানে স্মার্টফোনের লিথিয়াম-আয়ন ব্যাটারি-সম্পর্কিত এটি বহুল প্রচলিত একটি ধারণা রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, ব্যাটারির চার্জ একেবারে শেষ হওয়ার আগেই চার্জ দেওয়া উচিত। তাতে কোনো ক্ষতি হয় না। বরং এটি ব্যাটারির আয়ুর পক্ষেও ভালো। চার্জ ধরে রাখার ক্ষমতা পুরোপুরি হারানোর আগেই ব্যাটারিকে চার্জ চক্রের একটা নির্দিষ্ট সীমা পার করতে হয়। আর সে কারণেই ব্যাটারি পুরোনো হয়ে গেলে ব্যাটারির আয়ু কমে যেতে থাকে। যখন ব্যাটারি চার্জ পুরোপুরি শেষ হয়ে যায়, তখন একটি চক্র শেষ হয়ে যায়। আর তাই বিশেষজ্ঞরা ব্যাটারির আয়ু বাড়াতে হলে, কিছু চার্জ থাকা অবস্থায় আবার মোবাইল চার্জ দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

ম্যাক কম্পিউটারে কি ভাইরাস আক্রমণ করে না?
অনেকেই মনে করেন, অ্যাপলের তৈরি ম্যাক কম্পিউটারে কখনও ভাইরাস আক্রমণ করে না। অথচ সত্য এটি যে, অ্যাপলের জনপ্রিয় এই কম্পিউটারও ম্যালওয়্যার আক্রমণের ঝুঁকি রয়েছে। অবশ্য আগে অ্যাপল দাবি করতো যে, তাদের কম্পিউটার পিসিতে কোনো ভাইরাস আক্রমণ করতে পারে না। কিন্তু ২০১২ সালে বেশ কিছু ম্যাক কম্পিউটারের ‘ট্রোজান’ ভাইরাস আক্রমণের পর অ্যাপল তাদের এই দাবি প্রত্যাহার করে।

ইনকগনিটো ব্রাউজিং আপনাকে আড়াল করে থাকেঃ
ব্রাউজারের ইনকগনিটো এবং প্রাইভেট মোডে ব্রাউজিং করলে পরিচয় গোপন রেখে ব্রাউজিং করা যায়- এমন ধারণা অনেকেরই রয়েছে। গুগল ক্রোমের ইনকগনিটো মোড এবং সাফারির প্রাইভেট মোডে ব্রাউজ করলে এই ব্রাউজার আপনার ওয়েব ব্রাউজিং হিস্টোরি ট্র্যাক করবে না, বুকমার্ক আনবে অথবা আপনার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয় লগইন করবে না। কিন্তু পরিচয় গোপন রেখে ব্রাউজিং করার সুবিধা এই মোডে কখনও পাওয়া যায় না।

অধিক মেগাপিক্সেল মানেই কি উন্নত ক্যামেরা?
অনেকেই মনে করেন যে অধিক মেগাপিক্সেল মানেই উন্নত ক্যামেরা। কিন্তু আসলে কি তাই? পুরোপুরি নয়। ১২ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেল ক্যামেরার মধ্যে পার্থক্য কী? আদতে তেমন কোনো পার্থক্য চোখে পড়ে? বিশেষ করে মোবাইলের ক্যামেরার মধ্যে বেশ সমস্যা রয়েছে। মোবাইলে যেমনভাবে মেগাপিক্সেল দেখানো হয় বাস্তবে তা থাকেনা। আসলে ছবির মান নির্ভর করে ক্যামেরা সেন্সর কী পরিমাণ আলো গ্রহণ করে ঠিক তার ওপর। সাধারণত বড় সেন্সরে বড় পিক্সেল থাকে ও পিক্সেল যত বড় হয় এটি তত বেশি আলো গ্রহণ করতে পারে। তাই মেগাপিক্সেলের সংখ্যার চেয়ে মেগাপিক্সেল আকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রযুক্তি বিশ্লেষক ম্যাথিউ প্যানজারিনো মেগাপিক্সেলের এসব ভূমিকা প্রসঙ্গে বলেন, ধরুন ঝড়বৃষ্টিতে একটি অঙ্গুষ্ঠানা (সেলাইয়ের জন্য আঙুলের টোপরকে বোঝানো হয়েছে) ধরে বৃষ্টি ধরার চেষ্টা করছেন আপনি। আপনার অঙ্গুষ্ঠানা যত বড় হবে, তত বেশি বৃষ্টি আপনি তত কম সময়ের মধ্যে ধরতে পারবেন এটিই কিন্তু স্বাভাবিক। মেগাপিক্সেলের রূপক অর্থে এই ‘অঙ্গুষ্ঠানা’ ব্যবহারের কথা বলা হয়েছে। আপনি যদি কয়েকটি অঙ্গুষ্ঠানার পরিবর্তে কয়েকটি বালতি দিয়ে চেষ্টা করেন তাহলে আরও ভালোভাবে বৃষ্টির ফোঁটা ধরতে পারবেন।

কম্পিউটার চালু রাখা কি ঠিক?
অনেকেই মনে করেন প্রতি রাতে কম্পিউটার বন্ধ উচিত নয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরাতে কম্পিউটারে কাজ শেষ হলে বন্ধ করে রাখা ভালো। আপনি যদি আপনার ল্যাপটপ বা পিসি স্লিপ মোডে রেখে রাতে ঘুমাতে যান, আবার সকালে উঠে হয়তো আবার বুট আপ না করে খুব সহজেই আবার চালু করতে পারবেন। বিশেষজ্ঞরা এ বিষয়ে পরামর্শ দিয়েছেন যে, পিসি বন্ধ করলে শক্তি সাশ্রয় হয় অর্থাৎ আয়ুষ্কাল বাড়ে। সেই সঙ্গে পিসির যন্ত্রাংশগুলোর ধকল অনেক কম হয়। এতে পিসি বা ল্যাপটপের আয়ু বাড়ে। তাই রাতে কম্পিউটার বা পিসি চালু না রাখায় ভালো। তবে কখনও যদি ডাউনলোড দেওয়ার কারণে সারারাত চালু রাখতে হয় সেটি আলাদা বিষয়। তবে সেটি প্রতিদিন করা ঠিক না।

আইপ্যাডের চার্জার দিয়ে আইফোন চার্জ দিলে কি ক্ষতি হয়?
অনেকেই জানেন না। তাই জানার ইচ্ছে করেন আর তা হলো, আইপ্যাডের চার্জার দিয়ে আইফোন চার্জ দেওয়া ভালো নাকি খারাপ? অ্যাপলের ওয়েবসাইটের তথ্য মতে, ১২ ওয়াটের আইপ্যাড অ্যাডাপ্টর দিয়ে আইফোন এবং আইপ্যাড উভয়ই চার্জ দেওয়া সম্ভব। অবশ্য ইলেকট্রনিক্স বিশ্লেষক প্রতিষ্ঠান এইআই সিস্টেমের প্রধান প্রযুক্তি কর্মকর্তা স্টিভ স্যান্ডলার দাবি, নিয়মিত আইপ্যাডের চার্জার দিয়ে চার্জ দিতে থাকলে নাকি তা ব্যাটারির ওপর ধকল তৈরি করে।মোবাইল ফোন ও পিসি সম্পর্কে যা জানা জরুরি
মোবাইল ফোন আর পিসিকে আমরা অনেক সময় এক করে ফেলি। যে কারণে নানা সমস্যার সৃষ্টি হয়। মোবাইল ফোন ও পিসি সম্পর্কে আমাদের অনেক কিছুই অজানা। আজ অজানা বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।
কম্পিউটার ও মোবাইল সম্পর্কে আমাদের মধ্যে নানা রকম ধ্যান-ধারণা রয়েছে। সেগুলোর কোনটি সঠিক ও কোনটি বেঠিক তা জানা দরকার। অনেক ভুল ধারণার কারণে অনেক সময় সমস্যায় পড়তে হয়। যেমন অনেকে ধারণা করেন যে, চার্জ পূর্ণ হয়ে গেলে চার্জারের সঙ্গে স্মার্টফোন থাকলে ব্যাটারির ক্ষতি হবে। সারারাত ধরে মোবাইল চার্জ দেওয়া কি ঠিক? আইপ্যাডের অ্যাডাপ্টর দিয়ে আইফোনে চার্জ দিলে কি কোনো ক্ষতি হতে পারে? স্মার্টফোন এবং ল্যাপটপ ব্যবহারে যতো অভিজ্ঞতাই থাকুক না কেনো প্রযুক্তি কীভাবে কাজ করে তা নিয়ে আমাদের মনে নানা ধরনের প্রশ্ন জাগে। প্রযুক্তির সঠিক ব্যবহার হচ্ছে কি না, বা তা নিয়ে বিভিন্ন প্রশ্নের সমাধান অথবা ধারণা পাওয়া গেলেও এর সবগুলোই সঠিক হয় না। কনজুমার প্রযুক্তি নিয়ে প্রচলিত কয়েকটি ধারণা প্রচলিত রয়েছে, যা প্রায়ই আমাদের ভুল ধারণা হিসেবে প্রমাণিত করে থাকে। সম্প্রতি ব্যবসা এবং প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার সমাজের কিছু প্রচলিত ভুল ধারণা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই বিষয়গুলো আমাদের জন্য একান্ত প্রয়োজানীয়। তাহলে আসুন বিষয়গুলো জেনে নেই।

চার্জ দেওয়া অবস্থায় রাখলে ব্যাটারি কি নষ্ট হয়?
ব্যাটারির চার্জ পূর্ণ হওয়ার পর অনেকেই চার্জার সরিয়ে নিতে ভুলে যান। অনেক ক্ষেত্রে দেখা যায় যে, সারারাত ফোনটি চার্জারের সঙ্গেই সংযুক্ত হয়ে থাকে। অনেকেই মনে করেন, এতে ফোনের ব্যাটারি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এতে ব্যাটারির ক্ষতি হওয়ার কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। তাছাড়া বর্তমানে আধুনিক স্মার্টফোনগুলোতে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয় এটি যথেষ্ট স্মার্ট। যে কারণে চার্জ পূর্ণ হয়ে গেলে ব্যাটারিতে চার্জ হওয়া অটোমেটিকলি বন্ধ হয়ে যায়।

ব্যাটারির চার্জ কখন দিতে হবে?
বর্তমানে স্মার্টফোনের লিথিয়াম-আয়ন ব্যাটারি-সম্পর্কিত এটি বহুল প্রচলিত একটি ধারণা রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, ব্যাটারির চার্জ একেবারে শেষ হওয়ার আগেই চার্জ দেওয়া উচিত। তাতে কোনো ক্ষতি হয় না। বরং এটি ব্যাটারির আয়ুর পক্ষেও ভালো। চার্জ ধরে রাখার ক্ষমতা পুরোপুরি হারানোর আগেই ব্যাটারিকে চার্জ চক্রের একটা নির্দিষ্ট সীমা পার করতে হয়। আর সে কারণেই ব্যাটারি পুরোনো হয়ে গেলে ব্যাটারির আয়ু কমে যেতে থাকে। যখন ব্যাটারি চার্জ পুরোপুরি শেষ হয়ে যায়, তখন একটি চক্র শেষ হয়ে যায়। আর তাই বিশেষজ্ঞরা ব্যাটারির আয়ু বাড়াতে হলে, কিছু চার্জ থাকা অবস্থায় আবার মোবাইল চার্জ দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

ম্যাক কম্পিউটারে কি ভাইরাস আক্রমণ করে না?
অনেকেই মনে করেন, অ্যাপলের তৈরি ম্যাক কম্পিউটারে কখনও ভাইরাস আক্রমণ করে না। অথচ সত্য এটি যে, অ্যাপলের জনপ্রিয় এই কম্পিউটারও ম্যালওয়্যার আক্রমণের ঝুঁকি রয়েছে। অবশ্য আগে অ্যাপল দাবি করতো যে, তাদের কম্পিউটার পিসিতে কোনো ভাইরাস আক্রমণ করতে পারে না। কিন্তু ২০১২ সালে বেশ কিছু ম্যাক কম্পিউটারের ‘ট্রোজান’ ভাইরাস আক্রমণের পর অ্যাপল তাদের এই দাবি প্রত্যাহার করে।

ইনকগনিটো ব্রাউজিং আপনাকে আড়াল করে থাকেঃ
ব্রাউজারের ইনকগনিটো এবং প্রাইভেট মোডে ব্রাউজিং করলে পরিচয় গোপন রেখে ব্রাউজিং করা যায়- এমন ধারণা অনেকেরই রয়েছে। গুগল ক্রোমের ইনকগনিটো মোড এবং সাফারির প্রাইভেট মোডে ব্রাউজ করলে এই ব্রাউজার আপনার ওয়েব ব্রাউজিং হিস্টোরি ট্র্যাক করবে না, বুকমার্ক আনবে অথবা আপনার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয় লগইন করবে না। কিন্তু পরিচয় গোপন রেখে ব্রাউজিং করার সুবিধা এই মোডে কখনও পাওয়া যায় না।

অধিক মেগাপিক্সেল মানেই কি উন্নত ক্যামেরা?
অনেকেই মনে করেন যে অধিক মেগাপিক্সেল মানেই উন্নত ক্যামেরা। কিন্তু আসলে কি তাই? পুরোপুরি নয়। ১২ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেল ক্যামেরার মধ্যে পার্থক্য কী? আদতে তেমন কোনো পার্থক্য চোখে পড়ে? বিশেষ করে মোবাইলের ক্যামেরার মধ্যে বেশ সমস্যা রয়েছে। মোবাইলে যেমনভাবে মেগাপিক্সেল দেখানো হয় বাস্তবে তা থাকেনা। আসলে ছবির মান নির্ভর করে ক্যামেরা সেন্সর কী পরিমাণ আলো গ্রহণ করে ঠিক তার ওপর। সাধারণত বড় সেন্সরে বড় পিক্সেল থাকে ও পিক্সেল যত বড় হয় এটি তত বেশি আলো গ্রহণ করতে পারে। তাই মেগাপিক্সেলের সংখ্যার চেয়ে মেগাপিক্সেল আকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রযুক্তি বিশ্লেষক ম্যাথিউ প্যানজারিনো মেগাপিক্সেলের এসব ভূমিকা প্রসঙ্গে বলেন, ধরুন ঝড়বৃষ্টিতে একটি অঙ্গুষ্ঠানা (সেলাইয়ের জন্য আঙুলের টোপরকে বোঝানো হয়েছে) ধরে বৃষ্টি ধরার চেষ্টা করছেন আপনি। আপনার অঙ্গুষ্ঠানা যত বড় হবে, তত বেশি বৃষ্টি আপনি তত কম সময়ের মধ্যে ধরতে পারবেন এটিই কিন্তু স্বাভাবিক। মেগাপিক্সেলের রূপক অর্থে এই ‘অঙ্গুষ্ঠানা’ ব্যবহারের কথা বলা হয়েছে। আপনি যদি কয়েকটি অঙ্গুষ্ঠানার পরিবর্তে কয়েকটি বালতি দিয়ে চেষ্টা করেন তাহলে আরও ভালোভাবে বৃষ্টির ফোঁটা ধরতে পারবেন।

কম্পিউটার চালু রাখা কি ঠিক?
অনেকেই মনে করেন প্রতি রাতে কম্পিউটার বন্ধ উচিত নয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরাতে কম্পিউটারে কাজ শেষ হলে বন্ধ করে রাখা ভালো। আপনি যদি আপনার ল্যাপটপ বা পিসি স্লিপ মোডে রেখে রাতে ঘুমাতে যান, আবার সকালে উঠে হয়তো আবার বুট আপ না করে খুব সহজেই আবার চালু করতে পারবেন। বিশেষজ্ঞরা এ বিষয়ে পরামর্শ দিয়েছেন যে, পিসি বন্ধ করলে শক্তি সাশ্রয় হয় অর্থাৎ আয়ুষ্কাল বাড়ে। সেই সঙ্গে পিসির যন্ত্রাংশগুলোর ধকল অনেক কম হয়। এতে পিসি বা ল্যাপটপের আয়ু বাড়ে। তাই রাতে কম্পিউটার বা পিসি চালু না রাখায় ভালো। তবে কখনও যদি ডাউনলোড দেওয়ার কারণে সারারাত চালু রাখতে হয় সেটি আলাদা বিষয়। তবে সেটি প্রতিদিন করা ঠিক না।

আইপ্যাডের চার্জার দিয়ে আইফোন চার্জ দিলে কি ক্ষতি হয়?
অনেকেই জানেন না। তাই জানার ইচ্ছে করেন আর তা হলো, আইপ্যাডের চার্জার দিয়ে আইফোন চার্জ দেওয়া ভালো নাকি খারাপ? অ্যাপলের ওয়েবসাইটের তথ্য মতে, ১২ ওয়াটের আইপ্যাড অ্যাডাপ্টর দিয়ে আইফোন এবং আইপ্যাড উভয়ই চার্জ দেওয়া সম্ভব। অবশ্য ইলেকট্রনিক্স বিশ্লেষক প্রতিষ্ঠান এইআই সিস্টেমের প্রধান প্রযুক্তি কর্মকর্তা স্টিভ স্যান্ডলার দাবি, নিয়মিত আইপ্যাডের চার্জার দিয়ে চার্জ দিতে থাকলে নাকি তা ব্যাটারির ওপর ধকল তৈরি করে।..
Powered by Blogger.