Facebook Ad

Facebook Ad
E-commerce shop ad

অ্যান্ড্রয়েড মেসেজে এআর প্রযুক্তি

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এবার নিজেদের মেসেজে নিয়ে আসছে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তি সুবিধা। এর ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নিজেরা একে অপরকে এআর প্রযুক্তি সুবিধা ব্যবহার করে ফায়ারওয়ার্কস ইফেক্ট, বেলুন, অ্যানিমেশন পাঠাতে পারবেন। এ সুবিধাটি ইতিমধ্যে জনপ্রিয় বার্তা আদান-প্রদানের অ্যাপ স্ন্যাপচ্যাটে রয়েছে। এরই মতো করে অ্যান্ড্রয়েড মেসেজেস টেক্সিং অ্যাপে নতুন এ সুবিধা যুক্ত হতে যাচ্ছে বলে জানা গেছে। এ বিষয়টি নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে নতুন এ ফিচারগুলোর বিস্তারিত দেখা গেছে।
এক্সডিএ ডেভলপার নামের এক ব্যবহারকারী এআর ইফেক্টস ব্যবহার করে মেসেজ অ্যাপটিতে যুক্ত হতে যাওয়া নতুন ফিচারগুলোর বিস্তারিত তুলে ধরেন। ভিডিওতে দেখানো হয় অ্যান্ড্রোয়েড মেসেজিং অ্যাপে যুক্ত হওয়া এআর ইফেক্টের সহায়তায় ব্যবহারকারীরা ফায়ারওয়ার্কস ইফেক্টস, পরী হওয়ার বিশেষ ইফেক্ট, উড়তে থাকা বেলুনসহ বেশ কয়েকটি অ্যানিমেশনের কাজ।
তবে ভিডিও দেখে বা এ বিষয়ে খবর নিয়ে নিশ্চিত হওয়া যায়নি এ পরীক্ষাটি সত্যিই গুগল অ্যান্ড্রয়েড মেসেজিংয়ে যুক্ত করছে কি না। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্যও দেয়নি গুগল। এ বিষয়ে গুগলের কাছে জানতে চাওয়া হলেও কিছু জানা যায়নি।
এআর প্রযুক্তি মেসেজিং অ্যাপে যুক্ত হওয়ার বিষয়টি বর্তমানে বেশ আলোচিত। বিভিন্ন মেসেজ আদান-প্রদান অ্যাপগুলো এ বিষয়ে নানা ধরনের গবেষণাও করছে। এ তালিকায় যুক্ত হতে যাচ্ছে গুগলের নামও। প্রাথমিক ভাবে যে সুবিধাগুলো থাকতে পারে সেটিও ভিডিওতে দেখা গেলেও ঠিক বোঝার উপায় নেই বিষয়টি এখন কোন লেভেলে আছে। তবে বিষয়টি যুক্ত হলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বেশ ভালোই হবে বলে মনে করা হচ্ছে। গুগলের প্রতিদ্বন্ধি হিসেবে অ্যাপলের আইফোনে আইমেসেজে এ ধরনের নানা ‍সুবিধা ইতিমধ্যে রয়েছে। এখন অ্যান্ড্রয়েডে এআর ‍সুবিধার বিষয়টি যুক্ত হলে একধাপ এগিয়ে যাবে অ্যান্ড্রয়েড মেসেজিং অ্যাপটি।
এখন নতুন এ সুবিধাটির অপেক্ষায় থাকতে হবে ব্যবহারকারীদের। খুব শিগগিরই হয়তো এ সুবিধা সম্বলিত আপডেট চলে আসবে আপনার স্মার্টফোনে।
Powered by Blogger.