Facebook Ad

Facebook Ad
E-commerce shop ad

ভাল ব্লগার হতে কি কি প্রয়োজন ?

আপনি কী একজন ব্লগার ? সবাই ভাল ব্লগার হতে চাই । ব্লগ থেকে আয় করতে হলে আপনাকে কিছু কঠিন নিয়ম মানতে হতে হবে । যেমন আপনার সাইটের ভিজিটর বাড়াতে হবে ।

ব্লগ তৈরির পরে আপনাকে কী করতে হবে ?
  • প্রথম কাজ হল ভাল কন্টেন্ট যোগ করা ।
  • ব্লগ টি সুন্দর করা বা থিম অথবা টেম্পলেট সুন্দর করা।
  • লেখার মধ্যে হালকা রং এর লেখা ও ব্যাকগ্রাউন্ড গাঢ় এমন রং ব্যবহার করুন । কারন এটাই বেশি ব্যবহারিত হয়
  • আর আয় করার জন্য আপনার ভিজিটরের প্রশ্নের উত্তর দিন ।
  • আপনার সাইট থেকে কী ভাবে আয় করবেন ?
  • আপনার সাইটে অ্যাড দিয়ে । এটা সব চেয়ে জনপ্রিয় ।
  • আপনার সাইটকে ই - স্টোর হিসাবে ব্যবহার করে ।
  • ই বুক বিক্রয় করে । এটা ebay.com থেকে পাওয়া যায় ।
  • আরো অনেক পদ্ধতী আছে ।
  • ভাল ব্লগার হতে কী কী প্রয়োজন ?
  • প্রথমেই দরকার আপনি কী নিয়ে ব্লগে লিখবেন ।
  • যা নিয়ে ব্লগ লিখবেন তার জনপ্রিয়তা কেমন ।
  • আপনার সেই বিষয়ের উপর অভিঞ্জতা কত টুকু ।
  • সেটা নিয়ে কত জন সার্চ করে ।
  • আপনার এই বিষয়ে অনেক ধারনা থাকতে হবে , যে বিষয় নিয়ে লিখবেন ।
  • ব্লগে সব সময় ভেবে চিন্তে লিখবেন ।
  • আপনার ব্লগের গতি বেশি করার চেষ্টা করবেন ।
  • অন্যের লেখা কপি করবেন না ।
  • কপি করলেও তার আসল ঠিকানা টা দিন ।
  • আপনার ভাল ব্লগার হতে হলে আপনাকে প্রচারনাও চালাতে হবে ।
  • Powered by Blogger.